Unordered List

শনিবার, ২৩ মার্চ, ২০১৯

একটি কুড়িয়ে পাওয়া তিলের আত্মকাহিনী...


মনে পড়ে কি তোমার অরুণিমা,
রক্তিম ঠোঁটের নিচে কালো বিন্দুর মত সেই ছোট্ট তিলটার কথা?
তোমাকে ভাল লাগার প্রথম চিহ্ন ছিল যে ওটাই...

খুব যত্ন করে আগলে রেখো ওটাকে,
কোন একদিন তোমাকে নয়...
হয়তো ঐ তিলটাই আমি চেয়ে বসবো।
ফিরিয়ে দিতে পারবে না কিন্তু সেদিন আমাকে,
তোমাকে কাছে পাওয়ার ঐ একটাই পথ যে জানা আছে আমার!

ভালোবাসার এই মহা তীর্থ ভ্রমণে-

যদি প্রত্যাখ্যাত হই কোনদিন কোনভাবে,
তাহলে সেদিন আমার কেবল একটাই চাওয়া থাকবে তোমার কাছে!
হয় আমার হও, নাহলে ঐ তিলটা আমাকে দিয়ে দাও...
ফিরিয়ে দিতে পারবে না কিন্তু সেদিন আমাকে!

তুমি সুন্দরী হলে ঐ তিলটা তোমার সৌন্দর্যের ধারক,

তুমি রূপবতী হলে ঐ তিলটাই তোমার রূপের জৌলুষ!
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Pages